ভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করায় পরীক্ষক বহিষ্কার

ফেনীতে এসএসসি পরীক্ষার এক কেন্দ্রের শিক্ষক গোলাম মাওলা পরিচয় গোপন করে অন্য কেন্দ্রে দায়িত্ব পালন করার দায়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত গোলাম মাওলা মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। ফেনীর সোনাগাজীতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)  দুপুরের দিকে উপজেলার বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিলো। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান কেন্দ্রে প্রবেশ করলে একজন শিক্ষককে তার পরিচয় জানতে চাইলে শিক্ষক জানান তার নাম গোলাম মাওলা। তিনি স্থানীয় কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। শিক্ষকের কথা অসংলগ্ন মনে হওয়ায় ইউএনও কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দিনকে মোবাইল ফোন করে তার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ নামে কাজীরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষক নেই। তখন ইউএনও গোলাম মাওলাকে সঠিক তথ্য দেওয়ার জন্য বললে তিনি জানান, তার নাম গোলাম মাওলা।

তিনি মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এবং তার দায়িত্ব বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ কেন্দ্র হলেও তিনি বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিচয় গোপন করে দায়িত্ব পালন করছেন। বিষয়টি জানাজানির পর ইউএনও কেন্দ্র সচিবকে শিক্ষক গোলাম মাওলাকে বহিষ্কার করা হয় ও হল সুপার হোসেন মো. আলমগীরের দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, পরিচয় গোপন করে এক কেন্দ্রের শিক্ষক, অন্য কেন্দ্রে দায়িত্ব পালন ও ইংরেজি বিষয়ের শিক্ষক হয়েও ইংরেজি পরীক্ষায় দায়িত্ব পালন করার অপরাধে শিক্ষক গোলাম মাওলাকে বহিষ্কার করা হয়েছে। হল সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন:

Recommended For You