কোটি টাকার সড়ক নির্মাণে বাঁধা বৈদ্যূতিক খুঁটি

রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই লক্ষ্মীপুরে চলছে সড়ক উন্নয়ন কাজ। এতে করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার শহীদনগরে এমপির খালপাড় সড়কে প্রায় ৯টি বৈদ্যুতিক খুঁটি রাস্তার ওপর রেখেই চলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সড়ক উন্নয়ন কাজ।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া না গেলেও এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইকরামুল হক বলছেন, ইতিমধ্যে খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।আইনগত কিছু প্রসেসিং রয়েছে তাই তাই এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে।
এক কিলোমিটার সড়কটি প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে বলে জানা গেছে। সড়ক নির্মাণ কাজটি করছেন মৃদুল এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সড়কের ওপরে এভাবে বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণ কাজ অব্যাহত রাখায় টেকসই উন্নয়ন নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব খুঁটি সরাতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে আবেদন করেও কোন লাভ হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
বৈদ্যুতিক খুঁটির কারণে মাটি ঠিকমত ভরাট করতে না পারায় ভবিষ্যতে রাস্তার মাটি  ডেবে যাওয়া, টেকসই উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট সড়কের ঠিকাদারের প্রতিনিধি সাহাব উদ্দিন জানান, সড়কের মাঝখানের বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবরে একাধিকবার আবেদন করলেও এখন পর্যন্ত খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সড়কের কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে সড়কে খুঁটি রেখেই নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।
এবিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কেউ বক্তব্য দিতে রাজি হননি। তবে জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষেকে দ্রুত খুঁটিগুলো অপসারণ করার জন্য বলা হয়েছে।
শেয়ার করুন:

Recommended For You