মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

রাজধানীর মিরপুর ১২ নম্বরের পল্লবী ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার দুপুরে দেড়টা দিকে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আজ দুপুর ১২টা ৫৭ মিনিটে মিরপুর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার সংবাদ পাই আমরা। খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

Recommended For You