কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছে পদ্মা জেনারেল হাসপাতাল (প্রা:)। এতে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। তবে কুরআনের হাফেজ ও বীরমুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিবে তারা।
আগামী বুধবার ২১ ফেব্রুয়ারি আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে পদ্মা জেনারেল হাসপাতাল (প্রা:)।
ওইদিন সর্বসাধারণের জন্য সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষায় ২৫% ছাড় দিবে তারা। তবে কুরআনের হাফেজ ও বীরমুক্তিযোদ্ধাদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ও দিবে। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে পদ্মা জেনারেল হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন,আগামী বুধবার ২১ শে ফেব্রুয়ারি আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমরা দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছি। ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন। ওইদিন আমরা সর্বসাধারণের জন্য সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষায় ২৫% ছাড় দিবো। তবে আল কুরআনের হাফেজ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিবো আমরা। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।