
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার জাহানারা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম শাহজাহান মিয়া আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও আখাউড়ার কিশলয় কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ছিলেন।
তিনি আজ সকাল সাড়ে ছয়টার দিকে আখাউড়া পৌর শহরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম নামাজে জানাযা আজ বাদ যোহর শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাযা বাদ আসর মনিয়ন্দ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে মনিয়ন্দ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।