টালিউড সুপার স্টার দেব, বিলাসবহুল গাড়ী রেখে চড়েন অটোতে

সুপার স্টার হয়েও বিলাসবহুল গাড়ি ছেড়ে অটো বা ট্যক্সিতে চড়তে দেখা যায় ওপারবাংলা সিনেমার নায়ক দেবকে। সিনেমা পাড়ায় কাটিয়ে দিয়েছেন ১৮ বছর। নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেব। অতীত স্মরণ করেই তিনি চড়ে বসেন ট্যক্সি বা অটোতে।

তিনি বলেন, মুম্বাই থেকে যখন কলকাতা এসেছিলেন তখন তার কাছে ট্যাক্সি চড়াটাও বিলাসী ছিল। মেট্রো করে শুটিংয়ে যেতেন। আর এত বছর পর নিজের যোগ্যতায় গাড়ি, বাড়ি সব করেছেন। তবুও নিজের শিকড় ভোলেননি, উল্টে এখনও তিনি প্রয়োজনে ট্যাক্সি, অটো করে যাতায়াত করেন।

এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, তিনি দিল্লিতে যখন সাংসদ ভবনে যান তখন তিনি ট্যাক্সি করেই যান। অন্যদিকে মুম্বাইয়ে গেলে চড়েন অটোতে। একটা সময় কলকাতায় এসে তিনি এগুলো করেই শুটিংয়ে যেতেন। আজও সেই স্মৃতি ভোলেননি।

মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। কাট টু। দেখতে দেখতে ১৮ বছর পেরিয়ে গিয়েছে। টলিউডে নিজের একটা শক্ত জমি তৈরি করেছেন তিনি। না কেবল শক্ত জমি নয়, তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টারও বটে, দেশে বিদেশে ছড়িয়ে তাঁর অগণিত ভক্ত। তৈরি করেছেন নিজের প্রযোজনা সংস্থা। নতুন নতুন ছেলে মেয়েদের কাজ দিচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও নিজের অতীতটাকে, স্ট্রাগলের দিনগুলো ভুলে যাননি দেব।

ওপার বাংলার  টলিউডে নিজের যৌবনে পা দেওয়ার তথ্য কয়েক দিন আগে নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা। অভিনেতা হওয়ার স্বপ্ন দিয়ে শুরু এখন তিনি টলিউডের সুপারস্টার। নিজের প্রযোজনা সংস্থাও গড়েছেন। অগ্নিশপথ ছবির মাধ্যমে হাতেখড়ি হয়েছিল তার। তারপর অনেকটা সময় পেরিয়েছে। নিজেকে ভেঙেছেন, গড়েছেন, নতুন নতুন চরিত্রে দর্শকদের সামনে তুলে ধরেছেন দেব। সামনে মুক্তি পাবে তাঁর একগুচ্ছ ছবি।

দেবকে শেষবার প্রধান ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। আগামীতে তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে। সদ্যই শেষ হয়েছে সেই ছবির প্রথম শিডিউলের শুট। এটা এবছরের পুজোয় মুক্তি পাবে। অন্যদিকে তাঁকে খাদান ছবিটিতেও দেখা যাবে, সেটার শুট শুরু হবে শীঘ্রই। এছাড়া অভিজিৎ সেনের ছবিতে তো থাকছেনই।

শেয়ার করুন:

Recommended For You