মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে মিছিল

শিক্ষার্থীবান্ধব মেট্রোরেলের দাবিতে সমাবেশ করেছে ছাত্রছাত্রীরা। এসময় তারা হাফ পাস কার্যকর, সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট র‍্যাপিড পাস প্রদান, অতিরিক্ত ভাড়া কমানো ও সর্বনিম্ন ভাড়া ১০টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল করে। 

রোববার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফার্মগেটে অবস্থান কর্মসূচি পালন করার ডাক দেয় শিক্ষার্থীরা। কিন্তু কর্মসূচি পালনে পুলিশি বাধার মুখে তারা বিক্ষোভ মিছিল করে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেয়।

আন্দোলনের সমন্বয়ক ও মুখপাত্র মুহাম্মদ প্রিন্স বলেন, মেট্রোরেলে হাফ পাস এখন শিক্ষার্থীদের গণদাবি। কিন্তু আমরা গণতান্ত্রিক ভাবে আমাদের দাবি রাষ্ট্রের কাছে তুলে ধরতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হলাম যা আমাদের বাক স্বাধীনতার ওপরে আঘাত।

এ সময় বক্তব্য রাখেন, আন্দোলনের যুগ্ম সমন্বয়ক আশরাফুল ইসলাম নির্ঝর। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ এমনকি প্রতিবেশী দেশ ভারতের গণপরিবহনেও রয়েছে। আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে কমপক্ষে ২৫-৩০ বছর সময় লাগে।

শেয়ার করুন:

Recommended For You