কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর। আজ ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মোঃ তাজুল ইসলাম এ সময় বলেন, তার মৃত্যুতে জাতি একজন দক্ষ রাজনীতিবিদকে এবং কুমিল্লা জেলা বঙ্গবন্ধু একজন একনিষ্ঠ সৈনিককে হারালো।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। অবশ্য ভোট গ্রহণের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।