সেমিফাইনালে ওঠার দৌড়ে সুপার সিক্সের ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মানগাউং ওভালে টস জিতে মাহফুজুর রহমানের দলকে বোলিং করতে পাঠিয়েছে নেপাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী, জিসান ইসলাম, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোঃ শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, রোহানত দৌলা বর্ষণ, মোঃ ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা।
নেপাল অনূর্ধ্ব-১৯ একাদশ: অর্জুন কামাল, বিপিন রাওয়াল, আকাশ ত্রিপাঠি, দেব খানাল (অধিনায়ক), বিশাল বিক্রম, গুলশান ঝা, দীপক বোহারা, দিপেশ কান্দেল, সুবাশ ভান্ডারি, আকাশ চান, দুর্গেশ গুপ্ত।
এর আগে চলতি আসরে গ্রুপ ‘এ’তে তিন ম্যাচ খেলে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে জায়গা করে নেয় বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ ‘ডি’তে তিন ম্যাচ খেলে দুই জয় এবং এক হার নিয়ে টেবিলের ৩ নম্বরে থেকে সুপার সিক্সে জায়গা করে নেয় হিমালয়ের দেশ নেপাল। যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে আগে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ ও নেপাল। তবে শক্তির দিক দিয়ে নেপাল থেকে বেশ এগিয়ে থাকবে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ।