
নিরদর্লীয় সরকারের অধিনে পুন:রায় নির্বাচনের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি’র একাংশের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি’র নেতা আবু সাঈদ হোসেন পাখির নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
হাসপাতালের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানাহাট বাজার প্রদক্ষিণ শেষে চিলমারী সরকারী ডিগ্রী কলেজ মোড়ে আসলে পুলিশি বাঁধার মুখে পড়ে। এ সময় তাদের ছত্রভঙ্গ করে এবং থানাহাট ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মো. মাহাফুজার রহমানের মোবাইল ফোনটি কেরে নেয় পুলিশ।পরে নেতাকমীদের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।এক পর্যায়ে পুলিশের কাছ থেকে মোবাইল ফোনটি কেরে নেন নেতাকমীরা।
উপজেলা বিএনপি’র নেতা আবু সাঈদ হোসেন পাখি বলেন আমরা শান্তিপুণ ভাবে মিছিল করছিলাম পুলিশ আমাদের বাঁধা প্রদান করে এবং ছাত্রদল নেতার মোবাইল ফোনটি কেরে নেন পুলিশ। এতে নেতাকমীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে মোবাইল ফোনটি কেরে নেয়। পুলিশের এ রকম আচোরণে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
এ সময় উপজেলা বিএনপি’র নেতা আবু সাঈদ হোসেন পাখি, বিএনপি নেতা দুলাল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বাবু, মৎসজিবী দল সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম প্রমূখ উপস্থিত ছিলেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি’র বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। মোবাইল কেরে নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।