ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স, জেলা ও উপজেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্ধারণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর ।
শনিবার (২৭ই জানুয়ারি) বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান আতিথি ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী। বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সংগ্রাম পরিষদের সভাপতি মিলন মন্ডল , সিনিয়ার সহ সভাপতি মফিজ মাষ্টার ,সাধারন সম্পাদক এ্যাড মোজাম্মেল হোসেন,বাসদ নেতা আঃমজিদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মনীষা চক্রবর্তী বলেন ,সমাবেশে বক্তারা বলেন, সংগ্রাম পরিষদ গত ১০ বছর নীতিমালা প্রণয়ন ও আধুনিকায়নকরণ করে ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স দেওয়ার দাবিতে অব্যাহত আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছে। দীর্ঘ আন্দোলনের চাপে সরকার ইতোমধ্যে নীতিমালা খসড়া চূড়ান্ত করলেও তা চূড়ান্ত করতে গড়িমসি করছে। তিনি এসময় হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সারা দেশে ৫০ লাখ মানুষ ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবহানে যুক্ত রয়েছেন। কিস্তি করে, জমি বন্ধক রেখে, পুলিশি নির্যাতন, অবৈধ চাঁদাবাজি মোকাবিলা করে ৫০ লাখ মানুষ বছরে দেশের জাতীয় অর্থনীতিতে প্রায় ২ লাখ কোটি টাকার অবদান রাখছেন। তারা কোনো প্রণোদনা বা সরকারি সহায়তা ছাড়াই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, দেশের জাতীয় অর্থনীতি, কর্মসংস্থানের গুরুত্ব ভূমিকা রাখা এ সেক্টরের দীর্ঘদিনের দাবি নীতিমালা চূড়ান্ত করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন ও রুট পারমিট, প্রকৃত চালকদের লাইসেন্স ও মালিকদের নিবন্ধন দেওয়া, প্রতিটি মহাসড়কে বিকল্প লেন বা সার্ভিস রোড নির্মাণ, অবৈধ রেকারিং ও চাঁদাবাজি বন্ধ, মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচলের অধিকারসহ ৭ দফা দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।