রাজধানীর পুরানা পল্টনে অসহায় শ্রমিক জনতা ও শীতার্তদের মাঝে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে ৩ শতাধিক অসহায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূতি প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মুহাম্মদ আমনিুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, জয়েণ্ট সেক্রেটারী মুফতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক কেএম বেলাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মো. সাইফুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, ঈমান উদ্দিন, মাওলানা এইচএম সাইফুল ইসলাম, হাফেজ ওবায়দুল্লাহ বরকত।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানবতার ধর্ম। ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে। আজ সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় সাধারণ মানুষ বিশেষ করে শ্রমিক শ্রেণির মানুষ অসহায়। বিগত দিনে যারা দেশকে পরিচালনা করেছে তারা জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে চরমভাবে ব্যর্থ হয়েছে। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে মানুষ অসহায় জীবন যাপন করছে। অপরদিকে দেশব্যাপী জ্বালানি ও গ্যাস সঙ্কটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তিনি ফ্যাসিবাদি সরকারের পতন করে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বিগত দিনেও শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। বর্তমানে করছে এবং ভবিষ্যতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে থাকবে। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ করে শ্রমিক জনতার অধিকার আদায়ে ইসলামী শ্রমিক আন্দোলন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিক জনতার দুঃখ-কষ্ট অনেকটা লাঘব হবে ।