মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে প্রচারপত্র বিলি

মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস দেওয়া এবং শিক্ষার্থীদেরকে স্টুডেন্ট কার্ড প্রদানসহ তিন দফা দাবী সংবলিত প্রচারপত্র বিলি করেছে ছাত্রপক্ষ। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  

তাদের তিন দফা দাবিগুলো হল- 

*মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস দিতে হবে  *শিক্ষার্থীদের স্টুডেন্ট কার্ড প্রদান করতে হবে  * মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে।

প্রচারপত্র বিলি করা কালে ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স বলেন, মেট্রোরেল হাফ পাস এখন শিক্ষার্থীদের গণদাবীতে পরিনিত হয়েছে। শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ এমনকি প্রতিবেশি দেশ ভারতের গণপরিবহনেও রয়েছে হাফ পাস পদ্ধতি। এছাড়া, বাংলাদেশের শিক্ষার্থীদের বাস-ট্রেন-লঞ্চে হাফ পাস আন্দোলনের রয়েছে ঐতিহাসিক পেক্ষাপট, স্বৈরাচারী আইয়ুব খান বিরোধী আন্দোলনের ১১ দফার ১ এর (ঢ)উপধারা ছিলো শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে মর্মে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মোহন চৌধুরী, দপ্তর সম্পাদক আকিব হাসান, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়ের হাসিব প্রমুখ।

 

শেয়ার করুন:

Recommended For You