কুড়িগ্রামে চার দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

কুড়িগ্রামের উপর দিয়ে আবারও মৃদ্যু এবং মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সাথে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে শ্রমজীবি, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। 
তাপমাত্রা নিম্নগামী হওয়ার কারণে রংপুর বিভাগের সকল প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম।তিনি আরও বলেন, রংপুর বিভাগে কয়েকদিন ধরে মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহের কারণে স্কুলের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। সেই কারণে অধিদপ্তরে আলোচনা করে ২৩ ও ২৪ জানুয়ারি রংপুর বিভাগের সকল প্রাইমারী বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই বিষয় কুড়িগ্রাম জেলা প্রাথমিক অফিসার নবেজ উদ্দিন সরকার বলেন,২৪ জানুয়ারি পর্যন্ত জেলার ১২৪০টি শিক্ষা প্রতিষ্টানে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা শিক্ষা অফিসার শামছুল আলম বলেন,কুড়িগ্রাম জেলায় কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ডিগ্রির নিচে নেমে যাওয়ায় মাধ্যমিক পর্যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। পর নির্দেশ না দেয়া পর্যন্ত যা বলবত থাকবে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শৈত্য প্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ অব্যাহত থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রীর উপরে উঠলে পরবর্তী নতুন নির্দেশনা দেয়া হবে।
শেয়ার করুন:

Recommended For You