বাঘায় মাংস ব্যবসার জেরে ছুঁরি দিয়ে খুন

রাজশাহীর বাঘা উপজেলায় একটি খুনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আড়ানী বাজারের মাংস বিক্রয়ের দোকানে মামত-ফুপাত ভাই একে অপরকে খুন করে। মৃত ব্যাক্তির মরাদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।  

স্থানীয় সুত্র মতে, নিহত মামুন উপজেলার আড়ানী পিয়াদাপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। অভিযুক্ত খোকন একই গ্রামের খোদা বক্স এর ছেলে। তারা আত্মিয়তার সর্ম্পকে মামাত-ফুপাত ভাই। পূর্ব থেকে তারা একসাথে গরুর মাংসের ব্যবসা করতো। তবে গত ১-২ মাস যাবাত তারা পাশাপাশি আলাদা মাংসের ব্যবসা করছে।
শনিবার সকাল অনুমান ১০টার সময় মাংস হাটায় হঠাৎ তাদের মধ্যে বাকবিতান্ড শুরু হয়। বাজারে অনেকের উপস্থিতি ছিল এবং সবায় তাদের মধ্যে ঝগড়া বিষয়টা দেখছিল। ওই সময় খোকন মাংস কাটা ধারাল ছুঁরি দিয়ে মামুনের পেটে ও বুকে একাধিক আঘাত করে। পরে স্থানীয়রা আহত মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্ত পুঠিয়া উপজেলার বানেশ^র বাজারে পৌছাঁলে আহত মামুন মারা যায়।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইন-চার্জ আমিনুল ইসলাম জানান, নিহত মামুন ও অভিযুক্ত খোকন দুজনে মামাত-ফুপাত ভাই। তারা উভয়ে কসাঁই। ঘটনার দিনে তারা উভয় মাংস বিক্রয় করছিল। কিন্ত মামুন বাজারের নিয়মতি মূল্যের তুলানায় কম দামে মাংস বিক্রয় করছিল। বিক্রয় মূল্য নিয়ে তাদের মধ্যে বাকবিতান্ড হয়। একপর্যায়ে খোকন তার মাংস কাটার ধারাল ছুঁরি দিয়ে মামুনকে আঘাত করে। নিহতের শরীরের অতিরিক্ত রক্ত খনন হয়। এক পর্যায়ে সে মারা যায়। মৃত দেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেয়া হবে বলে জানান ওসি।

Recommended For You