ফেনীতে এক বছরে ৮৩ জনের আত্নহত্যা, খুন ২১জন 

ফেনী জেলায় গত এক বছরে হত্যার চেয়ে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে। ২০২৩ সালে ফেনীতে ৮৩ জন আত্মহত্যা করেছেন। আর খুন হয়েছেন ২১ জন। বিভিন্ন অপরাধের ঘটনায় গত এক বছরে ১ হাজার ৬৫১ টি মামলা হয়েছে।
ফেনী জেলা পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, গত এক বছরে ফেনীতে ৩৭ জন পুরুষ ও ৪৬ জন নারী আত্মহত্যা করেছেন। যাদের মধ্যে অধিকাংশের বয়স ২৫ থেকে ৩৫ বছর। আত্মহ’ত্যকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, এক থেকে ১৪ বছরের ৭জন, ১৫ থেকে ২৫ বছর বয়সের ৩২ জন, ২৫ থেকে ৩৯ বছর বয়সের ২৬ জন, ৪০ থেকে ৫৯ বয়সের ৮ জন, ৬০ থেকে ৬৪ বছর বয়সের ৭ জন ও ৬৪ বছরের উপরে একজন রয়েছে।
জেলা পুলিশ সুপারের তথ্য কার্যালয় তথ্য মতে, গত বছরের ফেনীতে ডাকাতি সংঘটিত হয়েছে ১১টি, দস্যুতা ২৩টি, খুন ২১টি, চুরি ১২১ টি, নারী ও শিশু নির্যাতন ১৪৭ টি, অস্ত্র উদ্ধার ১২ টি, মাদকদ্রব্য উদ্ধার ৫৫৩ টি , চোরাচালান উদ্ধার ৩৩ টি ও সড়ক দুর্ঘটনায় ৪৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ফেনী জেলার ছয়টি থানায় ১ হাজার ৬শত ৫১ টি মামলা হয়েছে।
ফেনী জেলায় আ’ত্মহত্যার কারণ বিশ্লেষণ করে জানা হয়, পারিবারিক নির্যাতন, কলহ, শারীরিক ও মানসিক নির্যাতন, পরীক্ষা ও প্রেমে ব্যর্থতা, দারিদ্র্য, বেকারত্ব, প্রাত্যহিক জীবনে অস্থিরতা, নৈতিক অবক্ষয়, মাদক ইত্যাদি কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়।
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ফেনীর অসংখ্য মানুষ প্রবাসী। কিছু প্রবাসী একসময় পারিবারিক কলহে লিপ্ত হয়। অশান্তি চরমে পৌঁছালে একসময় আত্মহননের পথও বেছে নেয় অনেকে। আত্মহত্যা একটি অপরাধ। আত্মহত্যার পথ বেছে না নিয়ে সরাসরি পুলিশ কিংবা ৯৯৯-নম্বরে ফোন করে যে কেউ সহযোগিতা পেতে পারে। পারিবারিক সমস্যাসহ যেকোনো সমস্যা সমাধানে পুলিশ সবসময় সহযোগিতা করবে। অভিবাবকদের পারিবারিক সচেতনতা বাড়াতে হবে।
আত্মহত্যার প্রবণতা বিষয়ে মানসিক বিশেষজ্ঞ ডাঃ মুকুল চন্দ্র নাথ  বলেন, আত্মহত্যা একটি মানসিক রোগ। বেশিরভাগ আত্মহত্যা ঘটে থাকে বিষন্নতা, দারিদ্রতা, মাদক সেবন, বেকারত্ব ও সামাজিক নানা অস্থিরতা থেকে। ঈদানিং বয়সন্ধিকালেও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আত্মহত্যার প্রবণতা কমানোর প্রধান উপায় হচ্ছে পারিবারিক সচেতনতা। এছাড়া যার মধ্যে এমন অস্থির দেখা
দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।
শেয়ার করুন:

Recommended For You