চুয়াডাঙ্গায় হরিজন সম্প্রদায়ের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে শহরের বড় বাজার সংলগ্ন হরিজন সম্প্রদায়ের অস্থায়ী কলোনীতে এ কম্বল
বিতরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কবীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হামিদ রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘চুয়াডাঙ্গা জেলাতে শীতের প্রকোপ বেশি। এ কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠির কেউ যেনো শীতে কষ্ট না পায়, আমরা সেলক্ষ্যে কাজ করছি।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অনুক‚লে দুই ধাপে ২৪ হাজার ৩০০টি সরকারি কম্বলের বরাদ্দ পাওয়া গেছে। যেগুলো স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ অব্যাহত আছে।’