জামালপুর ২ (ইসলামপুর) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল নির্বাচন কমিশনে স্বশরীরে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি ) বিকালে নির্বাচন কমিশনে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দেন এবং বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন। জানা যায়,জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছিলেন ফরিদুল হক খান দুলাল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি নির্বাচনের দিন ভোট কের্ন্দের গোপন বুথে না গিয়ে নিজের ভোট প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন। বিষযটি গণমাধ্যমে প্রকাশের পর নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ আনেন। তাকে নির্বাচন কমিশনে তলব করেন।
তলবী বার্তায় নির্বাচন কমিশন জানান “প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ১৫ জানুয়ারি বিকাল ৩টায় নির্বাচন ভবনে ব্যাক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ইসি সিদ্ধান্ত দিয়েছেন। যথা সময়ে ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”
নির্বাচন কমিশনের বেধে দেওয়া তারিখেই ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল নির্বাচন কমিশনে স্বশরীরে হাজির হয়ে প্রকাশ্যে ভোটদানের বিষয় সর্ম্পকে ব্যাখ্যা দিয়েছেন। ক্ষমা চেয়েছেন তিনি। নির্বাচন কমিশনও বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জানান, আইন সবার জন্য সমান। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন কমিশনে স্বশরীরে হাজির হয়ে প্রকাশ্যে ভোট প্রদানের বিষয় সর্ম্পকে ব্যাখ্যা দিয়েছি। নির্বাচন কমিশনকে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছি। তারাও ক্ষমার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। আশ্বাস