তীব্র শীতে বেড়েছে শিশুদের নিউমোনিয়া

লক্ষ্মীপুরে বেড়েছে শীতের তীব্রতা ।তীব্র শীতের কারণে শিশুদের সর্দি-কাশি, শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়াসহ নানা রোগ বালাই দেখা দিচ্ছি। চিকিৎসকরা বলছেন, ঠান্ডা এড়িয়ে চলে নিজেদের আরও সচেতন হতে হবে।  
সরেজমিনে শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, তৃতীয় তলার শিশু ওয়ার্ডে প্রতিটি বেডে ২ জন করে রোগী। ৮টি বেডের বিপরীতে মেঝেসহ মোট ২৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন ওই ওয়ার্ডে। এদের কেউ জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে ভুগছেন। প্রতিদিনই হাসপাতালে আসছেন নতুন নতুন রোগী। এতে করে হিমশিম খাচ্ছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে প্রতিদিন ২০-২৫ জন রোগী হাসপাতালে আসছেন। গত কয়েকদিন থেকে এমন পরিস্থিতি চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর সদর, কমলনগর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব হাসপাতালের চিত্র এখন একই। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে শিশুদের পাশাপাশি বয়স্করাও শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার বড় ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে শিশুদের গরম কাপড় পরানো, ঘন ঘন মায়ের দুধ সেবন করাসহ তাদের প্রতি বাড়তি নজর রাখা এবং সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
শেয়ার করুন:

Recommended For You