নরসিংদীতে  স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 নরসিংদী জেলা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১০জানুয়ারী) সকালে  নরসিংদী জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের করেন। সকাল ১০টায় নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য সম্পর্কে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বক্তৃব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাঙালির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে বাঙালি পেয়েছে নতুন একটি সকাল। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের। বাঙালির মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু, তিনি ছিলেন আমাদের বটবৃক্ষ।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,সহ সভাপতি মোন্তাজ উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুঁইয়া,বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ লিটন খন্দকার, তাঁতি লীগের সভাপতি কাইকোবাদ হোসেন কানু, কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, মহিলা আওয়ামীলীগের নেত্রী আইরিন,রিচি সহ সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের রহমান জুয়েল,মিঞা মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রমূখ।
শেয়ার করুন:

Recommended For You