দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
রবিবার সকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়ে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান জয়ের আশাবাদ ব্যক্ত করেন। ভোট দিয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মৌলভীবাজারের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন।
নিজের জয়ের ব্যাপারে আগেই আশাবাদ জানিয়ে তিনি বলেছিলেন, প্রার্থীরা ভোটে জয়লাভের আশা নিয়েই মাঠে নামেন। আমিও আশাবাদী ছিলাম মৌলভীবাজার-৩ আসনের মানুষ আমাকে মহামূল্যবান ভোট প্রদান করে সেবা করার সুযোগ করে দিয়েছেন এবং বিশাল জয়ের মাধ্যমে জয়যুক্ত করেছেন। আগামীতে আপনাদের সাথে দেয়া কথার বাস্তবায়ন করা মূল লক্ষ্য এবং ইশতেহার অনুযায়ী সমৃদ্ধ ও স্মার্ট মৌলভীবাজার-রাজনগর গড়ার মাধ্যমে আসল বিজয় আসবে। দেশ নেত্রী বিশ্বাস করে মনোণিত করেছেন সাধারণ মানুষের সেবা মাধ্যমে তা প্রতিফলন ঘটাবো সকলের ঐক্যমত ও সহযোগিতার মাধ্যমে।