সহকারী প্রিজাইডিং অফিসারের ২ বছরের কারাদণ্ড 

জামালপুরের ইসলামপুরে  আইয়ুব আলী নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছরের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। ৮ জানুয়ারি সোমবার দুপুরে ওই আদেশ দেয় বিজ্ঞ আদালত।
জানা যায়, ৬ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২৫ হাজার টাকা ঘুষ লেনদেন হয়। ভোট কেন্দ্রে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে জামালপুর-২ আসনের  স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামানের প্রতিনিধির কাছ থেকে  সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলী ওই টাকা নেন।
বিষয়টি জানাজানির পর স্থানীয় লোকজন টাকাসহ তাকে আটক করে। ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলীকে জনতার হাত থেকে উদ্ধার করে। সোমবার সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলীকে দুই বছরের কারাদণ্ড দেয় মোবাইল কোর্ট।  এব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান- ঘটনা প্রমানিত হওয়ায় সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলী দন্ডিত হয়েছেন।
শেয়ার করুন:

Recommended For You