
চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে বৃহস্পতিবার একটি ভবনে আগুনে ১১ জন মারা গেছে এবং ৫১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, আগুনে ‘১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিহতের নির্দিষ্ট সংখ্যা এখনো গণনা করা হচ্ছে।’
তারা আরো জানায়, ‘এখন পর্যন্ত মোট ৬৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৫১ জনকে চিকিৎসার জন্য লুলিয়াং ফাস্ট পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।’