
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনের নিচে ঝাপ (লাফিয়ে পড়ে) দিয়ে সুচয়ন বিশ্বাস (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত সুচয়ন বিশ্বাস উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট পাড়ায় ডাবলু বিশ্বাসের ছেলে। জীবননগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটের অদূরে ওরশতলা নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে মাঠে কাজ করতে গেলে একজন কৃষক ওরশতলা মাঠে ট্রেন লাইনের পাশে টেনে কেটে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে।এলাকার লোকজনের খবর দিলে নিহতদের পরিবারের সদস্যরা লাশের পরিচয় নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানাযায়, ভালোবেসে বিয়ে করে সুচয়ন।নিজেদের মধ্যে বনাবনি না হওয়ার কারনে তার স্ত্রী বেশকিছুদিন আগে তাকে রেখে বাবার বাসায় চলে যায়। এরপর থেকে সুচয়ন অস্বাভাবিকভাবে জীবনযাপন করে আসছে। ফেইসবুকে বিভিন্ন আবেগঘন স্টাটাস দিয়ে আসছে।
মঙ্গলবার দুপুরে কাওকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় সে।পরে প্রতিবেশীরা খবর দিলে পরিবারের লোক সুচয়নের লাশ ট্রেন লাইনের পাশে পড়ে থাকতে দেখতে পাই।
দেড় বছর আগে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নে রাঙ্গিয়ার পোতা গ্রামের বুলবুল ইসলামের মেয়ে তিহামী আক্তার শ্রাবণীর সাথে ভালবেসে বিয়ে হয়। তিনমাস আগে তার স্ত্রী তার ছেড়ে চলে যায়।