‘বিনোদন তারকাদের ক্রিকেট লিগ’

বছর জুড়ে লাইট-ক্যামেরায় ব্যস্ত থাকেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। তাদের অনেকের কাছেই প্রিয় খেলা ক্রিকেট। সময় পেলে তারা খেলা উপভোগ করেন। কখনো কখনো মাঠেও নামেন খেলতে। এবার ভিন্ন আয়োজনে ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা।

আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। বিনোদন তারকাদের নিয়ে এ আয়োজন করছে জি নেক্সট জেনারেশন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেলিব্রিটি ক্রিকেট লিগ বা সিসিএল এর খেলা নিয়ে বিস্তারিত তুলে ধরেন জি নেক্সট এর সিইও মাসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে মোট ৮টি দলে ভাগ হয়ে খেলবেন শোবিজের কলাকুশলীরা। কে কোন দলে খেলবেন সেই তালিকা প্রকাশিত হবে শিগগির। তবে খেলোয়াড় নির্বাচন না হলেও এরইমধ্যে নির্ধারণ হয়েছে ৮ দলের অধিনায়ক। অনুষ্ঠানে অধিনায়কদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, তারা সবাই নির্মাতা।

তারা হলেন- গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীন, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ, সকাল আহমেদ ও রায়হান রাফী। অধিনায়করা তাদের পছন্দমতো খেলোয়াড় নির্বাচন করতে পারবেন। পুরুষের পাশাপাশি প্রতিটি দলে নারী তারকারাও অংশ নেবেন।

জানা গেছে, গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ অনেকে।

নির্মাতা শিহাব শাহীনের দলে আরিফিন শুভ, মিথিলা, সাফা কবির; চয়নিকা চৌধুরীর দলে পরীমণি ও তমা মির্জা; দীপংকর দীপনের দলে এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান; মোস্তফা কামাল রাজের দলে শরিফুল রাজ ও মেহজাবীন; রায়হান রাফীর দলে আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তারকারা।

এ ছাড়া চিত্রনায়ক সাইমন সাদিক, স্পর্শিয়া, তানজিন তিশা ও জাহারা মিতুর মতো অভিনয়শিল্পীরাও খেলতে পারেন বলে জানা গেছে। আয়োজকরা বলছেন, ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটারদের উজ্জীবীত করতেই তারকাদের নিয়ে ক্রিকেট আসরের এমন উদ্যোগ।

শেয়ার করুন:

সম্পর্কিত খবর