সুশিক্ষিত জাতি গঠনে একজন শিক্ষিত মা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা বারোটায় বিদ্যালয় মাঠে বিদ্যালয় আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন। পাবনা সদর উপজেলার মালিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্যকালে তিনি বলেন, সুশিক্ষিত জাতি গঠনে একজন শিক্ষত মা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। নারী শিক্ষার উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকার বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে।কারণ একটা সুশিক্ষিত সমাজ, জাতি বা রাষ্ট্র গঠনে একজন শিক্ষিত মা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে এগুলো মায়েদের খেয়াল রাখতে হবে।
পরে তিনি টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ দুটি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাঈদা সবনম, মালিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সুলতানা, টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা, ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ-সভাপতি আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসমান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, শিক্ষক নেতা মামুন, শিক্ষক নেতা আরিফুল ইসলাম মিঠুসহ বিদ্যালয়টির সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।