১৭ বছর পর হকির বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করল জার্মানি। গত রোববার ভারতের ভুবনেশ্বরে হওয়া ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় তারা। বিশ্বকাপে এটা জার্মানির তৃতীয় শিরোপা। ম্যাচের শুরুতে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম প্রথম কোয়ার্টারে ২-০ এগিয়ে যায় তারা। ৯ ও ১১ মিনিটে গোল করেন ফ্লোরেন্ত ও কসইন্স টাঙ্গি। দ্বিতীয় কোয়ার্টার থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে জার্মানরা। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে পিসি থেকে গোল করে ব্যবধান কমান ওলেন নিকলাস ও পেইলাত গঞ্জালো (২-২)। চতুর্থ কোয়ার্টারের উভয় দল একটি করে গোল করলে খেলা গড়ায় শুট আউটে। তাতেও নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথে ৫-৪ জিতে তৃতীয়বার বিশ্বসেরা হয় জার্মানি। এ দিকে নেদারল্যান্ডস ৩-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।