শৈলকুপায় প্রতিবন্ধী দম্পতিকে ঘর দিল ‘ইয়োথ ফর হিউম্যানিটি’

‘আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবণীর পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে।’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সাল থেকে নানা ধরনের মানবিক কাজ করে যাচ্ছেন ‘ইয়োথ ফর হিউম্যানিটি’র এক ঝাঁক তরুণ।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শৈলকুপা উত্তর পাড়ায় মানসিক প্রতিবন্ধী ইলিয়াস দম্পতি অনেক কষ্টে খালপাড়ে সরকারি জমিতে পলিথিনের ঘরে বাস করতেন। ঝড়, বৃষ্টি হলেই ঘর ভেঙে যেত। এমনও ঝড় বৃষ্টির রাত গেছে তারা সারা রাত গাছ তলায় বৃষ্টিতে ভিজেছে। ইলিয়াস দম্পতির কষ্ট দেখে এই গ্রামের সেচ্ছাসেবী সংগঠন ‘ইয়োথ ফর হিউম্যানিটি’র এক ঝাঁক তরুণ তাদের ঘর নির্মাণ করে দিতে চাই। ঘর তৈরি করার জন্য তারা নিজেরা চাদা তুলে অর্থ সংগ্রহ করেন। কিন্তু জমির অভাবে ঘর নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে এই দম্পতির জন্য জমি দান করেন মানবিক মানুষ এবং গ্লোবাল ইসলামি ব্যাংকের হেমায়েতপুর শাখার শাখা ব্যাবস্থাপক ফজলুর রহমান।

শুক্রবার বিকালে শৈলকুপা উত্তরপাড়ায় আধা পাকা নতুন ঘরটি বুঝিয়ে দেওয়া হয় ইলিয়াস দম্পতির হাতে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার, এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পরিচালক বৃন্দ।

নতুন ঘর পেয়ে ইলিয়াস দম্পতি মহা খুশি, তারা বলেন আগে ঝড় বৃষ্টির মধ্যে খুব কষ্ট হতো এখন আর কোন কষ্ট থাকবেনা বৃষ্টিতেও ভিজবোনা।

ডব্লিউজি/এমএইচ

শেয়ার করুন:

Recommended For You