বেদে পল্লীতে ইবির বুনন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল ও স্বেচ্ছাসেবী সংগঠন “বুনন” এর উদ্যোগে বেদে পল্লীর পিছিয়ে থাকা মানুষদের মধ্যে শীতবস্ত্র ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের গাড়াগঞ্জ ব্রীজের নিচে কুমার নদীর তীরে একটি বেদে পল্লীতে এসব বিতরণ করা হয়।

বুননের দপ্তর সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুননের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাফি, বর্তমান সভাপতি মাহদী হাসান,সহ সভাপতি বাসুদেব, সেক্রেটারি শফিকুল ভূইয়া আকাশ এবং কার্য নির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি ,জাবুন নাহার জেবু, নাহিদ হাসান, প্রিন্স, হাসিবুর, জাহিদ হাসান, মুসকু, দ্বীপ, আরিফ, সেতু সহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।

এ বিষয়ে বুনন এর সভাপতি মাহদী হাসান বলেন, সংগঠনের সদস্যদের দ্বারা অর্জিত অর্থ সমাজের এই পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর বেদেদের সাহায্য করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে, বুনন সর্বদা তাদের এই সহায়তা অব্যাহত রাখবে ।

বেদে পল্লীর সরদার শহিদ আলী বলেন, আমরা স্বাধীন তবে ভবঘুরে মানুষ, আমাদের এই অসহায়ত্ব দেখে বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যে এগিয়ে এসেছে তাতে তিনি খুবই খুশি, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে সত্যি আমি আনন্দে বাকরুদ্ধ তবে আমরাও যদি আমাদের সন্তানদের লেখাপড়া করাতে পারতাম তাহলে হয়তো আমাদের এই ভবঘুরে বেদে জীবনের অবসান হতো।

এই সময়, বুননের সাধারণ সম্পাদক বেদ পল্লীর সকল ছেলে মেয়েদের জন্য ফ্রীতে লেখাপড়া করানোর আশ্বাস দিয়ে বলেন, আপনার যতদিন আমাদের নিকটবর্তী আছেন, আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে এসে ফ্রিতে শিক্ষা সামগ্রী এবং পাঠদান দিয়ে যাবো।

ডব্লিউজি/এমআর/রানা

শেয়ার করুন:

Recommended For You