ঢাবির রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের ষষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম।

বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি রাফিয়া আখতার ডলির সভাপতিত্ব এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনী রহিমা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৩৮ সালে ১০-১২ জন ছাত্রী নিয়ে উইমেন্স হোস্টেল এর যাত্রা শুরু ঢাবির ছাত্রীদের এ হলটির ; যা “শামসুল হুদা হাউস” কিংবা “চামেরী হাউস” নামে পরিচিত ছিল। এটি ১৯৫৬ সালের সেপ্টেম্বর মাসে “উইমেন্স হল” নামে স্বীকৃতি পায়। পরবর্তীতে ১৯৬৪ সালে এই উপমহাদেশের নারী জাগরণ ও নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেনের নামে এর নামকরণ করা হয় “রোকেয়া হল”।

ডব্লিউজি/এআর/আরিফ

শেয়ার করুন:

Recommended For You