ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি সোহান, সম্পাদক সুইট

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ‘ শিক্ষাঙ্গনে স্বৈরাচার রুখে দাও’ স্লোগানকে সামনে রেখে নতুন কমিটিতে বাংলা বিভাগের শিক্ষার্থী ইমানুল সোহান সভাপতি ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোখলেসুর রহমান সুইট সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে আয়োজিত কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি: মাহমুদুল হাসান, মেহেদী রাফি, সহ- সম্পাদক: দেলোয়ার হোসেন, উদয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক: ওবাইদুর রহমান আনাস, কোষাধ্যাক্ষ: নুর আলম, দপ্তর সম্পাদক: আহসান হাবীব রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক: আহমাদ গালিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাজিদুল ইসলাম উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক: সুমন শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সাদীয়া মাহমুদ মীম, সমাজ কল্যাণ সম্পাদক: ইমতিয়াজ চৌধুরী ইমন, ক্রিড়া সম্পাদক: আসিফুর রহমান।

এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে জি কে সাদিক, আজিজুল হক পিয়াস, মনির হোসেন, মামুন হাবিব স্থান পেয়েছেন।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You