ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাংস্কৃতিক সপ্তাহ সমাপ্ত

শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজিত ‘সাংস্কৃতিক সপ্তাহ’ শেষ হয়েছে। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের ‘সাংস্কৃতিক সপ্তাহ’ শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বাঙালি সংস্কৃতির ইতিহাস তুলে ধরে বলেন, প্রাচীনকাল থেকেই আমাদের এই উপমহাদেশ জ্ঞান-বিজ্ঞানের চর্চায়, সাহিত্য ও সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। এই ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের সাহিত্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং চর্চা করতে হবে। পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যান্ড সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সঞ্চালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতিক রহমান এবং সহকারী অধ্যাপক সাইদা আভা।

উল্লেখ্য এই সাংস্কৃতিক সপ্তাহে সংগীত, নৃত্য, কবিতা আবৃতি, বিতর্ক, অভিনয় ও উপস্থিত বক্তৃতাসহ ৩টি ক্রীড়া প্রতিযোগিতায় সেরা ৩জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You