রাতের আঁধারে সরকারি স্কুলের ভবন উধাও!

সাতক্ষীরার কলারোয়ায় রাতারাতি একটি সারকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিতাক্ত ভবন ও ভবনের মালামাল উধাও হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রাতের আঁধারে একটি সরকারি স্কুলের পরিত্যক্ত ভবনসহ মালামাল লুট হওয়ার ঘটনায় এলাকার সচেতন মহল স্কুলের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির জড়িত আছেন বলে সন্দেহ করছেন।

ওই স্কুলের প্রধান শিক্ষক এস এম শহিদুল ইসলাম জানান, গত ২৩ ডিসেম্বর থেকে ২৫ তারিখ পর্যন্ত সরকারি ছুটি ছিলো। এই সময়ের মধ্যে কে বা কারা স্কুলের পরিতাক্ত ভবনের কিছু মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানিয়েছেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম লাল্টু জানান, স্ত্রীর চিকিৎসার কারণে বাড়িতে না ছিলেন না। তিনি শুনেছেন, বিদ্যালয় ছুটি থাকায় কে বা কারা রাতের আঁধারে পরিতাক্ত ভবনের কিছু নষ্ট টিন চুরি করে নিয়ে গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এইচ এম রোকুনুজ্জামান জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং প্রধান শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারের অনুমতি নিয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রঃ দৈনিক শিক্ষা ডটকম

শেয়ার করুন:

Recommended For You