২০২৩ খ্রিষ্টাব্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী বছর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৪ দিন ছুটি থাকবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। বৃহস্পতিবার অধিদপ্তর থেকে ছুটির তালিকা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে প্রাক-প্রাথমিক শাখার শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জুয়েল বলেন, বৃহস্পতিবার ছুটির তালিকা অনুমোদন করে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। ২০২৩ খ্রিষ্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ৫৪ দিন। এ হিসাব শুক্র ও শনিবার ছাড়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তিনি আরও বলেন, ২০২৩ খ্রিষ্টাব্দে বেশ কয়েকটি সরকারি ছুটি শুক্র ও শনিবার হওয়ায় ছুটি কিছুটা কমছে বলে মনে হলেও ছুটি আগের মতই আছে। সূত্রঃ দৈনিক শিক্ষা ডটকম
ডব্লিউজি/এমআর