৪৫তম বিসিএসের ক্যাডার পদে বিজ্ঞপ্তি প্রকাশ

৪৫তম বিসিএসের ক্যাডার পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ নভেম্বর) বিপিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৫তম বিসিএসে ক্যাডারে দুই হাজার ৩০০ ও নন ক্যাডারে এক হাজার ২২ জন নিয়োগ দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং আবেদন ফি জমা দেওয়া যাবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।

৪৫তম বিসিএস থেকে সবচেয়ে বেশি ৫৩৯ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেয়া হবে। নন ক্যাডারে ১ হাজার ২২ জনের মধ্যে ৯ম গ্রেডে ৫০৫ জন, ১০ম গ্রেডে ৬০ জন, ১১ ও ১২তম গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You