হজ পালনে বয়সসীমার শর্ত তুলে নিলো সৌদি আরব

হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা উঠিয়ে নিয়েছে সৌদি আরব সরকার। সোমবার (২০ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে তা জানান।এর আগে, হজ পালন করতে সৌদিআরব যেতে বয়স সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে এমন শর্ত আরোপ করা ছিল।

সৌদি ধর্ম মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় যে, রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা আর নেই। ১২ বছরের বয়সের নিচের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে।

অবশ্য এর আগে,গত ২০ ফেব্রুয়ারিতে হজ পালনে সৌদি আরব চারটি শর্ত দিয়েছছিল ধর্ম মন্ত্রণালয়।

শর্তগুলোর মধ্যে ছিল, করোনাভাইরাস,মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে,যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া,হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর,হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।এর মধ্য থেকে হজ পালনের সর্বনিম্ন বয়স সীমা ১২ বছরের শর্ত যেটি ছিল উঠিয়ে নিল সৌদিআরব সরকার।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You