সৌদিতে ২০ লাখ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

সৌদিআরবের রাজধানী রিয়াদে ২০ লাখ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তারক্ষা বাহিনী । বুধবার সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ লাখ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাধারণ অধিদপ্তরের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন, সৌদিআরবকে লক্ষ্য করে মাদক চোরাচালান ও বিতরণ নেটওয়ার্কগুলির উপর একটি নিরাপত্তা ফলোআপ অভিযানের সময় কর্মকর্তারা রান্নাঘরের কাঠের একটি চালানের মধ্যে লুকিয়ে রাখা ২০ লাখ ৩৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

এসময় মাদকদ্রব্য চোরাচালানের সাথে জড়িত পাকিস্তানি ও সৌদি নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। আল-নুজাইদি আরও বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিভিন্ন নিরাপত্তা সংস্থার মাধ্যমে জাকাত, কর এবং শুল্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সমগ্র সৌদিআরবে মাদক চোরাচালান চেষ্টা করলে তা প্রতিহত করা হবে এবং মাদক চোরাকারবারিদের সাথে দৃঢ়তার সাথে মোকাবিলা অব্যাহত রাখা হবে।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You