‘যেখানে আ.লীগ হারবে মনে করতে হবে সেখানে ঐক্য ছিল না ’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন,দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ‘নির্বাচনে ফয়সালা হবে- দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে নাকি দেশ পাকিস্তানের মতো পেছনের দিকে হাঁটবে।’

রবিবার  বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নীলফামারী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তৃণমূল নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের ঐক্য, সংহতি, সাংগঠনিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারাই দলের প্রাণ, আপনারাই দলের শক্তি। সুতরাং আপনাদের ঐক্য, সংহতি দলের জীবনীশক্তি বাড়াবে, দলের শক্তিকে বাড়াবে।’

নির্বাচনে আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকলে হারানোর শক্তি কারও নেই দাবি করে তিনি বলেন, ‘যেখানে আওয়ামী লীগ হারবে, মনে করতে হবে- সেখানে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করেনি। নিজেরা নিজেদের বিরুদ্ধে কাজ করেছে। তৃণমূলের ঐক্য এবং সংহতি দৃঢ় করতে হবে।’

কোথাও কোথাও এক বছরেও কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘গত সম্মেলনে গঠনতন্ত্রে একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। সেটি হলো- কমিটি হওয়ার পর ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। তা নাহলে ওই কমিটি বাতিল করা হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে সম্মেলন করে এলেও কমিটি হয় না। এগুলো পরিহার করতে হবে।’

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি দুই মাসে মিটিং ডাকার বাধ্যবাধকতা আছে জানিয়ে তিনি বলেন, ‘কিছুদিন পরপর বর্ধিত সভা যেমন, থানা কমিটি হলে ইউনিয়নের ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে সভা ডাকা প্রয়োজন। তাহলে দলের মধ্যে একটা ঐক্য-সংহতি তৈরি হয়।’

বৈঠকে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ জেলার নেতারা।

 

শেয়ার করুন:

Recommended For You