ফের ফেসবুকে ফিরছে ট্রাম্প

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার পর প্রথমবারের মতো ফেসবুকে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই পোস্টে তিনি লিখেছেন- আমি ফিরেছি। ২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নতুন পোস্টের সঙ্গে ১২ সেকেন্ডের একটি ভিডিও জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিওর সঙ্গে সব বড় অক্ষরে তিনি লিখেছেন ‘আই অ্যাম ব্যাক…।’ ইউটিউবও জানিয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে রেসট্রিকশন তুলে নিচ্ছে।

২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করার সময় ফেসবুকের বক্তব্য ছিল…, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন। তবে ট্রাম্প দাবি করেছিলেন, ফেসবুকের এই পদক্ষেপ সেই কোটি কোটি মানুষকে অপমান করা, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।

ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টুইচ এবং আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন তিনি।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You