নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করলেই গুনতে হবে অতিরিক্ত টাকা

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের গ্রাহকদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার করার প্রবণতা বহুদিনের। এই কারণে ব্যবসা বাঁচাতে এবার নতুন পন্থা আনতে চলেছে মার্কিন সংস্থাটি। একই অ্যাকাউন্টের মধ্যে নেটফ্লিক্সের গ্রাহকদের তৈরি করতে হবে সাব অ্যাকাউন্ট। আর প্রত্যেক সাব অ্যাকাউন্টের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।

২০২৩ সালের মধ্যেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে আরও কড়া ব্যবস্থা নেবে নেটফ্লিক্স।

সম্প্রতি দ্যা ভার্জ -এ প্রকাশিত প্রতিবেদনে নতুন ফিচার আনার তথ্য জানানো হয়েছে।

জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে বিশ্বব্যাপী নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ছিল ২২ দশমিক ৩ কোটি। বিগত কয়েক মাসে একাধিক কড়া ব্যবস্থা নেওয়ার কারণে গ্রাহক সংখ্যা সামান্য বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় ১ লাখ নতুন সাবস্ক্রাইবার পেয়েছে নেটফ্লিক্স।

শেয়ার করুন:

Recommended For You