দিনের শুরুতেই ভারতের ৩ উইকেট তুলে জয় দেখছে টাইগাররা

ভারতকে প্রথমবারের মতো টেস্টে হারাতে বাংলাদেশের চাই ৬ উইকেট আর ভারতের প্রয়োজন ১০০ রান। ঢাকা টেস্টের চতুর্থ দিনের সমীকরণটা ছিল এমন। দিনের শুরুতেই সাকিব আল হাসানের হাত ধরে এলো সাফল‌্য। তার আর্ম ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরেন ভারতের নাইটওয়াচম‌্যান জয়দেব উনাদকাট। এরপর রিশভ পান্তকে ও আকসার প্যাটেলকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৮০ রান। বাংলাদেশের দরকার আর মাত্র ৩ উইকেট। ভারতের প্রয়োজন ৬৫ রান।

প্রথম সেশনের প্রথম ওভারে মেহেদী হাসান মিরাজকে ছক্কা মেরে দেন উনাদকাট। প্রথম ওভার থেকে আসে ১০ রান। পরের ওভারেই আঘাত হানেন সাকিব। তার ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান উনাদকাট।

এরপর মাঠে নেমেই পান্ত বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন। ভয় ধরাচ্ছিলেন আগ্রাসী অ্যাপ্রোচে। তবে তাকে বেশি দূর বাড়তে দেননি মেহেদী মিরাজ। মিরাজের ভেতরে ঢোকা দারুণ বলে কাবু হয়ে এলিবডব্লিউতে শিকার ভারতের তারকা ব্যাটার।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You