দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বকাপের আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন পাওলো বেন্তো। ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হারার পর দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। নকআউটের ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়া।

সংবাদ মাধ্যমকে পাওলো বেন্তো বলেন, ‘আমি শুধু খেলোয়াড় এবং প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়েছি। সেপ্টেম্বরেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। তারা যা করেছে, এর জন্য ধন্যবাদ জানাই। চার বছরেরও বেশি সময় ধরে তাদের কোচ হিসেবে থাকতে পেরে আমি সন্তুষ্ট এবং গর্বিত…। এখন আমি বিশ্রামে যাচ্ছি, এরপর দেখব কি হয়।’ ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন ৫৩ বছর বয়সী পাওলো বেন্তো। বিশ্বকাপের আগে এই পর্তুগীজ কোচের অধীনে ৫৩ ম্যাচের ৩৩টি জিতেছে কোরিয়া। হেরেছে মাত্র ৭টিতে।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You