টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের সদরের ধলেশ্বরী নদী তীর ভাঙন রক্ষা বাঁধের নিকট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

সোমবার (২০ মার্চ) বিকালে সদর উপজেলার কাতুলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষক-ছাত্র, কৃষক, শ্রমিক, সুধীজনসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

প্রতিবাদ সভায় এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালী বালু খেকোরা দীর্ঘদিন যাবৎ ৫-৭টি বেকু বসিয়ে এস ডি এস গ্রাম রক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করছে। এলাকাবাসী বার বার বাঁধা দিলে তারা ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। বেকু দিয়ে বালু উত্তোলনের ফলে তীর রক্ষা গাইড বাঁধসহ, পাশে থাকা ব্রীজসহ প্রায় কয়েক হাজার পরিবার হুমকির মুখে পড়েছে।

এসময় উপস্থিত ছিলেন কাতুলী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল মিয়া,শ্রমিক নেতা আব্বাস সহ এলাকাবাসী ।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You