ইরানে বাংলাদেশি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজের সাফল্য

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান। ৮০টি দেশের প্রতিযোগীদের মধ্যে নিজের এ শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি। দেশে ফিরলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশবরেণ্য মাওলানারা। খবর আরটিভির ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশে ফেরেন বিশ্বজয়ী হাফেজ শেখ মাহমুদুল হাসান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় আরটিভির জিপিএইচ ইস্পাত আলোকিত কুরআন অনুষ্ঠানের ব্যবস্থাপনা সহযোগী প্রতিষ্ঠান কোরআন সুন্নাহ মাল্টিমিডয়ার কর্ণধার মাওলানা লুৎফর রহমান জানান, কুরআন তেলোয়াতের মাধ্যমে বিশ্বে দেশকে উজ্জ্বল করেছে মাহমুদুল হাসান।

কিশোরগঞ্জ অষ্টগ্রামের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান কৃতজ্ঞতা জানান মাদরাসার শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের। এর আগে আরটিভির জিপিএইচ ইস্পাত আলোকিত কুরআন ২০১৯-এর চ্যাম্পিয়ন হন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You