ইউক্রেনে গণহারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

রাশিয়ার বিরুদ্ধে গণহারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছে ইউক্রেন। হামলার কারণ হিসেবে রাশিয়া বলছে, ইউক্রেনের ড্রোন রাশিয়ার অভ্যন্তরে ডুকে বিমানঘাঁটিতে হামলা চালায়। এতে দুটি বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরা।

রাশিয়ার ব্যাপক হামলার ফলে ইউক্রেইনের ওডেসা অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাকসিম মারশেঙ্কো।

বেসামরিক নাগরিকদের বাড়িঘরের ওপরও ক্ষেপণাস্ত্র আঘাত হানছে বলে জানিয়েছেন তিনি। ওডেসার বেশিরভাগ এলাকাতেই বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে বলেও জানান মারশেঙ্কো। এছাড়া জাপোরিজিয়ার বিভিন্ন ভবনে আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র। এতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই গুলি করে ভূপাতিত করেছে এবং জ্বালানি সরবরাহ পুনরায় সচল করার কাজ চলছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You