‘আ.লীগ জনগণের পাহারাদার’: কাদের

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাহারাদারের ভূমিকায় রয়েছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জের একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যের পর…সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিরোধীদের আন্দোলনে আওয়ামী লীগ ভীত হয়ে পাহারা বসিয়েছে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি। ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব।’

বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এখানে একটি দল আছে যারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে আগুনসন্ত্রাস করে, ভাঙচুর চালায়। মানুষকে পুড়িয়ে মারে, পেট্রল বোমা দিয়ে মেরে ফেলতে চায়…। এ কারণে আমরা জনগণের পাহারাদার।’

মন্ত্রী বলেন, ‘সংস্কৃতি এবং অভিনয় কোনো নিয়ন্ত্রণের বিষয় নয়। শেখ হাসিনার সরকারই প্রথম অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল করেছে। অভিনয় আমরা নিয়ন্ত্রণ করতে চাই না। অভিনয়ের যে বিকাশধারা সেই বিকাশধারাকে সহযোগিতা করতে চাই।’

শিল্পী সংঘের সাধারণ সভার উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, দিলারা জামান, আমিরুল হুদা, শহীদুল আলম সাচ্চু প্রমুখ…। অনুষ্ঠানে সংঘের শিল্পী, কলাকুশলীসহ সহস্রাধিক সদস্য অংশ নিয়েছেন।

ডব্লিউজি/এআর

শেয়ার করুন:

Recommended For You