world global logo wg
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. এক্সক্লুসিভ
  4. খেলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. ট্রেন্ডিং নিউজ
  8. প্রবাস
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

লাকসামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৬, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

লাকসাম উপজেলার আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহত্তর লাকসাম প্রবাসী আওয়ামী ফোরামের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ আজগরা ইউনিয়নে বৃত্তি প্রাপ্ত, আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ও আশকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করায় শিক্ষার্থীদের কে উৎসাহ প্রদান করার লক্ষ্যে এই সংবর্ধনা দেওয়া হয়।

আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও প্রয়াসের প্রধান সম্মনয়ক আবদুর রহমান মুকুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আরটিভির ইন্টারন্যাশনাল রিপোর্টার ও সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুর রহমান শান্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক সাহিত্য ও বির্তক বিষয় সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু, বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক আবদুল কাদের মজুমদার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুকবুল আহমেদ শাহী।

সভা শেষে স্ব স্ব বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট, প্রাইজ বন্ড ও ইউএনও এর স্বাক্ষরিত বই উপহার হিসাবে তুলেদেন অতিথিরা। এছাড়াও অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও অভিবাবক সহ অনেকেই।

ডব্লিউজি/এআর