world global logo wg
ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. এক্সক্লুসিভ
  4. খেলা
  5. গণমাধ্যম
  6. জাতীয়
  7. ট্রেন্ডিং নিউজ
  8. প্রবাস
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মতামত
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

জাবিতে ৬ষ্ঠ সমাবর্তনের প্রস্তুতি সম্পন্ন

আনিসুর রহমান, সাভার 
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। দীর্ঘ আট বছর পর আয়োজিত এ সমাবর্তনে অংশ নেবেন ১৫ হাজার ২১৯ জন শিক্ষার্থী। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে রয়েছে বাড়তি উন্মাদনা। পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শনিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

ইতি মধ্যে সমাবর্তনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সমাবর্তনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। এছাড়াও সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রতিষ্ঠার পর এবারের সমাবর্তনে সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী ১১ হাজার ৪৪৪ জন ও উইকেন্ড প্রোগ্রামের তিন হাজার ৪৬১ জন, এমফিল ডিগ্রি ৩৪ জন ও পিএইচডি সম্পন্নকারী ২৮০ জন রয়েছেন। এবারের সমাবর্তনে গ্র্যাজুয়েটদের মধ্য থেকে দুই ক্যাটাগরিতে ১৬ জন শিক্ষার্থী পাচ্ছেন স্বর্ণপদক সম্মাননা। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে চূড়ান্ত পরীক্ষায় সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের এ সম্মাননা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমাবর্তনের আয়োজন করব। আশা করছি সেই প্রতিশ্রুতি আগামীকাল ২৫ ফেব্রুয়ারি বাস্তবায়ন হবে। আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। বিভিন্ন উপ-কমিটিকে তাদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি। এখন একটি সুন্দর ও সুষ্ঠু সমাবর্তন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করছি।

ডব্লিউজি/এআর